রাবিতে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব ২২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, রাবি:

বিতর্ক সংগঠন গ্রুপ অব লিবারেল ডিবেটারস’র (গোল্ড বাংলাদেশ) আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হচ্ছে চতুর্থ জাতীয় বিতর্ক উৎসব। ‘মর্যাদায় গড়ি সমতা’ স্লোগানে আগামী ২২ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, মানুষের জন্য বাংলাদেশ নামক সংস্থার সহযোগিতায় আয়োজিত এ উৎসবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ২৪টি দল অংশগ্রহণ করবে। ইতোমধ্যেই উৎসবের রেজিস্ট্রেশন শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরেক উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু প্রমুখ উপস্থিত থাকবেন।

মাহমুদুল হাসান আরও জানান, উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। দ্বিতীয় দিন বিকাল ৩টায় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এতে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক রবিউল ইসলাম, বিতর্ক সংগঠনের সভাপতি সোহরাব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সোহানা আফরিন।

স/শা