রাবিতে ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালার শুরু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এ কর্মশালার আয়োজন করে।

 
রবিবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

 
আরও উপস্থিত ছিলেন, টিএসসিসি’র পরিচালক অধ্যাপক টিএমএম নুরুল মোদ্দাসের চৌধুরী, খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি রাজশাহীর সভাপতি এফএমএ জাহিদ, রাজশাহী চলচ্চিত্র সংসদের সভাপতি আহসান কবির লিটন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফোকলোর বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী জাহিদা সুমি। স্বাগত বক্তব্য রাখেন চলচ্চিত্র সংসদের কর্মী নাজমুল ইসলাম।

স/অ