রাবিতে জাতীয় স্পেস কার্নিভাল বিতর্ক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জাতীয় স্পেস কার্নিভাল-২০১৭’-এর রাজশাহী বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে শনিবার সকাল ৯ টায় ২য় বিজ্ঞান ভবনের রসায়ন বিভাগের গ্যালারীতে কার্নিভালটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এর সভাপতি মো. নূর-ঈ-ইসরাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ডিজায়ার গ্লেন্স ইয়ূথ’ এর সভাপতি খন্দকার আবদুল্লাহ আল-তাহমীদ।

রাবি বিজনেস ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম’র (বিএফডিএফ) তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত কার্নিভালের মূল বিষয়বস্তু ছিল জ্যোতির্বিদ্যা এবং মহাকাশ সম্পর্কিত। এস্ট্রনমি অলিম্পিয়াড, কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতা- এই তিনটি পর্বে কার্নিভালটি অনুষ্ঠিত হয়।

এতে রাাজশাহী অঞ্চলের বিভিন্ন স্কুল এবং কলেজের প্রায় দেড়শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠিত কার্নিভালের বিজয়ীরা নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য ’স্পেস কার্নিভাল’ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
স/শ