রাবিতে জাতীয় পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, রাবি:

মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার, অসাম্প্রদায়িকতা, সম্প্রীতি, জঙ্গিবাদ-দুর্নীতি প্রতিরোধ এবং শোষণ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে থেকে ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’ ব্যানারে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

সম্মিলিত সামাজিক আন্দোলনের রাবি শাখার সভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সাধারণ উপাধ্যক্ষ কামরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা। মিছিল শেষে তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গুরুত্ব ও ইতিহাস তুলে ধরেন।

মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার ও চেতনা বাস্তবায়নের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক, শোষণ-বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জঙ্গিবাদ-দুর্নীতি প্রতিরোধ ও সর্বস্তরে জবাদদিহিতা নিশ্চিত করার দাবি জানান তারা।