রাবিতে ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলকর্মীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)  ছাত্রদলের এক কর্মীকে মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। টিউশনির লিফলেট বিতরণকালে তাকে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করেন বলে অভিযোগ ওঠে।

শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কয়েকজন শিক্ষার্থী শহীদ মিনারের সামনে টিউশনি বিষয়ে আলোচনা করছিলেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা নাশকতার মিটিং করছেন এমন তথ্য পেয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সেখানে আসেন
এবং মাজহারুলকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাকে চড়-থাপ্পড় মারেন তারা।

মাজহারুল বলেন, ‘আমরা টিউশনির লিফলেট বিতরণের জন্য এখানে কথাবার্তা বলছিলাম। পরে ছাত্রলীগের নেতারা এসে আমাদের বাধা দেন।’

ঘটনাস্থলেই মারধরের বিষয়ে মাজহারুলকে জিজ্ঞাসা করলে তাকে কোনো মারধর করা হয়নি বলে জানান। তবে তার মুখে ও ঠোটে আঘাতের চিহ্ন দেখা গেছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘আমরা জানতে পেরেছি ক্যাম্পাসে নাশকতা সৃষ্টির লক্ষ্যে তারা এখানে ছাত্রদলের প্রোগ্রাম করছিলো। তাই আমরা একজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছি। তাকে মারধর করিনি।’

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগ ক্যাম্পাসে একনায়কতন্ত্র চালু করেছে। ছাত্রদল কোন নিষিদ্ধ সংগঠন নয় যে, ক্যাম্পাসে তারা অবস্থান করতে পারবে না। অন্যায় করলে তার জন্য আইন ব্যবস্থা নেবে। কিন্তু তাকে মারার অধিকার কারও নেই।’

স/শা