রাবিতে গোবিন্দগঞ্জ সমিতির নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন গোবিন্দগঞ্জ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের নব কমিটির সদস্যরা তাদের দায়িত্ব গ্রহণ করেন।

এতে সভাপতি হয়েছেন গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক ড. এ এইচ এম তাহমিদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রিফাত সরকার (ভিপি), সহ-সভাপতি আবুল বাশার আহমেদ, তারেক আহমেদ জয়, জেমি খাতুন, জান্নাতুল ফেরদৌস শাম্মি, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল আরমান, আয়েশা সিদ্দিকা শিখন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সনি, আসাদ, সহ-সাংগঠনিক সম্পাদক নুর আলম সরকার সামি, সাজ্জাদ, কোষাধ্যক্ষ তারিকুল ইসলাম তারেক, তথ্য ও প্রচার সম্পদক হৃদয় শেখ জয়, দপ্তর সম্পাদক রুদ্র মো. নিশাত, ক্রীড়া সম্পাদক হাসানুজ্জামান তিতুমীর, বিজ্ঞান ও তথ্য সম্পাদক মো. সৌরভ, ছাত্রী সম্পাদক জাফরিন আক্তার শ্রাবণী, সাহিত্য সম্পাদক রকিবুল হাসান রকি ও আপ্যায়ন সম্পাদক রনি সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. লতিফ প্রধান। প্রধান আলোচক ছিলেন রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান। এ ছাড়াও সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নব কমিটির সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিগত কমিটির সাধারণ সম্পাদক এস এম শাকিল মাহমুদ।