রাবিতে গরম ও ঈদুল আজহার ছুটি ২৯ দিন, চলবে পরীক্ষা


রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে অবকাশ শুরু ৭ জুন। ছুটি চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। এই ছুটির মধ্যে বিভাগগুলো চাইলে পরীক্ষা নিতে পারবেন।

রোববার (২১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘‘গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে কোনো বিভাগ চাইলে তাদের পরীক্ষা ছুটির মধ্যে নিতে পারবেন। এতে প্রশাসনের কোনো বাঁধা থাকবে না। অফিস বন্ধ থাকবে ৯ জুন থেকে ১৭ জুন পর্যন্ত। পরে ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত অফিস চলবে। আবার ২২ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অফিস ছুটি থাকবে। তবে আবাসিক হলগুলো ঊহৃ কিংবা খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’’