মঙ্গলবার , ৬ মার্চ ২০১৮ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবিতে এক নাট্যকর্মীকে মারধর করলো ছাত্রলীগের নেতাকর্মীরা

Paris
মার্চ ৬, ২০১৮ ১১:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সংবাদকর্মীকে মারধরের পর এবার ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এক নাট্যকর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলাভবনের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মারধরের স্বীকার মইনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং অনুশীলন নাট্যদলের কর্মী। অপরদিকে, মারধরকরীরা হলেন বিশ্বিবিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন, কলা অনুষদের যুগ্ম সাধারণ-সম্পাদক ঝলক। এ ছাড়া বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি। তবে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মমতাজ উদ্দিন কলাভবনের সামনে মইনুলসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় ঝলক ও কাননসহ পাঁচজন যুবক সেখানে এসে তাদেরকে উঠে যেতে বলেন। মইনুল উঠে যেতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে ঝলক ও কাননসহ ওই যুবকেরা মইনুলকে বেধড়ক মারধর করেন। এতে মইনুল মাথায় ও চোখে প্রচণ্ড আঘাত পায়। পরে মইনুলের বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন কানন ও ঝলক। তারা জানান, ‘আমাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। তবে সেটা সেখানেই মিমাংসা হয়ে গেছে।’

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু জানান. ‘মারধরের বিষয়টি শুনেছি। আমি ক্যাম্পাসের বাইরে আছি। ক্যাম্পাসে ফিরে বিষয়টি অভিযুক্তদের সঙ্গে কথা বলবো।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, ‘মারধরের বিষয়টি শুনেছি। মইনুলের অবস্থা স্বাভাবিক হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর