রাবিতে ‘ইচ্ছে’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের শীতবস্ত্র বিতরণ

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে’র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে তাদের হাতে বস্ত্র তুলে দেন
সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর এলাকার ১২ জন সুবিধাবঞ্চিত শিশুকে শীতবস্ত্র প্রদান করা হয়। এরপর শিশুদেরকে নিয়ে সংগঠনের সদস্যরা কবিতা আবৃত্তি, গানসহ বিনোদনমূলক নানা কর্মসূচির
আয়োজন করে।

সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতি সামির আহমেদ জনি, সহ-সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে রাবির স্বেচ্ছাসেবীসংগঠণ ইচ্ছে। এটি ক্যাম্পাসে পরিষ্কার কর্মসূচি, সচেতনতামূলক ক্যাম্পেইন, সুবিধাবঞ্চিতদের শিক্ষার সুযোগ তৈরিসহ নানা কর্মকাণ্ড
করে থাকে।
স/শা