রাবিতে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি

রাবি প্রতিনিধি: আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারী চাকরিতে আদিবাসি কোটা পুনর্বহাল এবং আদিবাসি ভাষাসমূহ বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগে অন্তর্ভূক্তকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ বিশ্ববিদ্যালয় শাখা। রবিবার বেলা ১১ টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক উজ্জল মাহাতো এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে আদিবাসীদের যেভাবে নির্যাতন করা হচ্ছে এতে আদিবাসীদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে এবং তাদেরকে নানা সময় বিভিন্নভাবে হয়রানি করা হয়। ২০০০ সালের পর থেকে অনেক আদিবাসী গুম, খুন ও ধর্ষিত হয়েছে। কিন্তু কোন বিচার হয়নি। এ ছাড়ও বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো আদিবাসীদের সংখ্যালঘুর সুবিধা আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।

এসময় উপস্থিত ছিলেন আদিবাসি ছাত্র পরিষদের নেতাকর্মীরা এবং রাবি বাম ছাত্র জোটের সমস্বয়ক ফিদেল মনির বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশত শিক্ষার্থী।

 

স/শা