রাতে ঘুমাতে পারছেন না পচেত্তিনো

লিওনেল মেসি-নেইমার-এমবাপ্পের মত তারকা ফুটবলারদের নিয়েও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বাদ পড়েছে পিএসজি। কাড়িকাড়ি অর্থ খরচ করেও পাচ্ছেনা ইউরোপ সেরার রাজত্ব। সমর্থক থেকে শুরু করে ফুটবল সংশ্লিষ্ট-সবার কাছ থেকেই শুনতে হচ্ছে সমালোচনা।

চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে শেষ ষোলোর প্রথম লেগে এগিয়ে থেকেও ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ভরাডুবি হয়েছে পিএসজির।

রিয়াল মাদ্রিদের কাছে এমন হারে রাতে ঠিক মত ঘুমাতে পারছেন পিএসজি কোচ মাউরিসিয়ো পচেত্তিনো। ঘুরে ফিরে এই হারের মুহূর্ত মনে পড়ছে আর্জেন্টাইন এই কোচের। সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেন,’ম্যাচ পর্যালোচনা করলে দেখতে পাবেন, মাদ্রিদে আমরা ৬০ মিমিট পর্যন্ত ভাল খেলেছি। আমরা আরও গোল করা যোগ্য দাবিদার ছিলাম। কিন্তু আমরা যেভাবে ম্যাচ হেরে গেছি যা আমাকে মানসিক ভাবে বিধ্বস্ত করেছে। ‘

‘আমার এই অভিব্যক্তির জন্য দুঃখিত কিন্তু এমন পরাজয়ের পর এরকম অনুভূতিই হয়। এই খারাপ লাগাটা ভুলে যাওয়া কঠিন। আমি খুব হতাশ যা আমাকে রাতে ঘুমাতে দেয় না। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ