রাতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মহারণ

চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এবার মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের মঞ্চে। শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় দুবাইয়ে খেলবে দুদল। দুটি দলই এবারের আসরে স্বপ্নের শুরু করেছে। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে হারিয়ে উড়ছে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া জিতেছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে।

ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের বিপক্ষে সহজ জয়ের পর ইংল্যান্ডের জন্য এটি হচ্ছে সবচেয়ে কঠিন পরীক্ষা। একই অবস্থা অস্ট্রেলিয়ারও। টি-টোয়েন্টিতে তারা কোথায় আছে, তা বলে দিবে এই ম্যাচ।

২০১০ সালে বার্বাডোজে অনুষ্ঠিত ফাইনালের পর থেকে আর টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হয়নি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। বর্তমান অজি তারকা ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ছিলেন ওইদিন। স্মিথ তখনো ব্যাটসম্যান হয়ে উঠেননি, ব্যাটিং করেছিলেন ৮ নম্বরে। তিনি ছিলেন পাঁচ বোলারের একজন। সে ম্যাচে খেলেছিলেন ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক এউইন মরগানও।

 

সূত্রঃ কালের কণ্ঠ