রাণীনগরে ৪০ দিনের কর্মসূচি কাজের উদ্বোধন

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ২০১৯-২০ অর্থ বছরের অতি-দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর ১ম পর্যায় (৪০ দিনের) কর্মসূচী কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে রাণীনগর থানা চত্বরে এ কাজের উদ্বোধন করা হয়।

এর উদ্বোধন করেন রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল। এদিন রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে এই ৪০ দিনের কর্মসূচীর কাজ শুরু হয়েছে। এই উপজেলায় এ কাজের মোট উপকারভোগী ৯৭৩ জন।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, সদর ইউপি সদস্য গোলাম মোস্তফাসহ আরো অনেকেই।

 

স/শা