রাণীনগরে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৪ হাজার টাকা জরিমানা

রাণীনগর প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে নবম শ্রেণির (১৫) এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে ও আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে রাণীনগরের ইউএনও এবং রাণীনগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতে কনের বাবা সাজ্জাত হোসাইনকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ইউএনও।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন জানান, উপজেলার কুবরাতলী বাজারের সাজ্জাত নামে এক ব্যক্তি তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে সোমবার বাল্যবিয়ে দেওয়ার আয়োজন করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমি নিজে ও থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। এরপর মেয়েকে বাল্যবিয়ে না দেওয়ার সর্তে কনের বাবাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও আরও জানান, বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।