শুক্রবার , ২৭ মার্চ ২০২০ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাণীনগরে সামাজিক জনদূরত্ব বজায় রাখতে বৃত্ত অঙ্কন 

Paris
মার্চ ২৭, ২০২০ ৭:০৭ অপরাহ্ণ

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় করোনা ভাইরাস রোধে সামাজিক জনদূরত্ব কিভাবে বজায় রেখে চলতে হয় এসর্ম্পকে প্রচার অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন। শুক্রবার বিকেলে উপজেলার সদরসহ বিভিন্ন এলকায় বিভিন্ন ফার্মেসির সামনে জনদূরত্ব বজায় রাখতে বৃত্ত অঙ্কন একে দেওয়া হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন বলেন, উপজেলা জুড়ে ইতিমধ্যে সবগুলো হাট/বাজার বন্ধ করে দেয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া চা-স্টল, খাবার হোটেল, রেস্টুরেনসহ সবগুলো দোকান বন্ধ করেও দেয়া হয়েছে। তবে বাজারে খুলে রাখা নিত্য প্রয়োজনীয় ফার্মেসী ও কাচামালের দোকানে কিভাবে দূরত্ব বজায় রাখাতে হবে তা জনগনকে সচেতন করতে প্রতি তিন ফিট পর পর দ্বাড়াতে চিত্রাঙ্কন করে দেওয়া হয়। এই দূরত্ব সামাজিক ভাবেও বজায় রাখতে ও মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান নির্বাহী কর্মকর্তা।
এছাড়া বিকেলে রাণীনগর উপজেলার সদরে জিবানু নাশক স্প্রে করার উদ্বোধন করা হয়। এই জিবানু নাশক প্রতিটি ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেয়া হচ্ছে বলে জানান তিনি।
স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর