রাণীনগরে সরকারি ভর্তুকিতে সিডার মেশিন পেল ৪ কৃষক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারি ভর্তুকিমূল্যে ৪ কৃষকের মাঝে ৪টি সিডার মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেশিনগুলো বিতরণ করা হয়।

এদিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরের উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০ পার্সেন্ট ভূর্তকিমূল্যে উপজেলার সদর রাণীনগর বাজারের কৃষক জালালকে ১টি, সিঙ্গারপাড়া গ্রামের কৃষক মোস্তাক আহম্মেদকে ১টি, রাতোয়াল গ্রামের কৃষক কোয়েল সরদারকে ১টি ও সফিকপুর গ্রামের কৃষক আল আমিনকে ১টি সিডার মেশিন দেয়া হয়।

এ সময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম প্রমুখ।

এএইচ/এস