রাণীনগরে রেল লাইনের ভাঙা পাত সংস্কার: প্রায় ১ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে রেল লাইনের পাত ভেঙ্গে উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ থাকার প্রায় ১ ঘন্টা পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয় টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেন রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের বড়বড়িয়া-গোনা এলাকায় দিয়ে যাওয়ার সময় রেল লাইনে পাত ভেঙ্গে এ ঘটনা ঘটেছে।

সেখানে ট্রেনটি থেমে জায়। এরপর থেকে সান্তাহার জংশন ও আত্রাইয়ে রেল স্টেশনসহ বিভিন্ন স্টেশনে রেল গাড়ি থেমে থাকে। পরে রেলওয়ের লোকজন খবর পেয়ে প্রায় এক ঘন্টা পর তা মোড়ামোত করতে সক্ষম হয়। মোড়ামোতের পর থেকে আবার ট্রেন চলাচল সাভাবিক হয়েছে।

সান্তাহার জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন, রৌদ্রের তাপ ও বিকেলে কয়েকটি ট্রেন চলাচল করায় রেল লাইনের পাত গরম হয়ে ভেঙ্গে গেছে। মেরামত করার জন্য সান্তাহার জংশন থেকে রেলের ইঞ্জিনিয়ার বিভাগের লোকজন পাঠিয়ে মোড়ামোত করা হয়েছে। এখন ট্রেন চলাচল সাভাবিক বলে জানান তিনি।

রাণীনগর স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, এখন ট্রেন চলাচল সাভাবিক হয়েছে।

স/অ