রাণীনগরে রেলওয়ের জায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য আহত

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে রেলওয়ের সরকারি জায়গা দখল করাকে কেন্দ্র করে দখলদার দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় এক গ্রুপের ইট ও পাথরের আঘাতে এক পুলিশ সদস্য আহত হন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউ- ফাঁকা গুলি ছোড়ে। সোমবার দুপুরে রাণীনগর রেলওয়ের স্টেশনের পার্শে রেলওয়ের জায়গায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রাণীনগর রেলওয়ের টেশনের পার্শে রেলওয়ের সরকারি জায়গা দখল করাকে কেন্দ্র করে দখলদার দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রাণীনগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে একটি গ্রুপ পুলিশের উপরে ইট ও পাথর ছোড়ে। এতে করে মো. আব্দুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউ- ফাঁকা গুলি ছোড়ে।

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, রেলওয়ের জায়গা দখল করাকে কেন্দ্র করে দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এক গ্রুপ পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়ে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউ- ফাঁকা গুলি ছোড়ে।

স/শা