রাণীনগরে ফ্রিজের আগুনে পুড়ল বাড়ির ৯টি কক্ষ

রাণীনগর প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে একটি বাড়ির ঘরে রাখা ফ্রিজ থেকে আগুন লেগে মাটির দুইতলা বাড়ির ৯টি কক্ষ পুরে গেছে। এ অগ্নিকান্ডে বাড়ির মালিকের নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার করজগ্রাম হিন্দুপাড়া গ্রামে শ্যামকৃষ্ণ সরকারের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

বাড়ির মালিক শ্যামকৃষ্ণ সরকার জানান, সন্ধ্যার দিকে বাড়ির লোকজন কাজ করছিলেন। এ সময় হটাৎ করে ঘরে রাখা ফ্রিজ থেকে আগুন ধরে। মুহুর্তের মধ্যেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ছুটে এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে মাটির দুইতলা বাড়ির ৯টি কক্ষ, কক্ষের বিভিন্ন আসবাবপত্র, নগদ এক লাক্ষ ১৯ হাজার টাকা এবং বাড়ির ছাউনির প্রায় ৪৫ বান্ডিল টিন পুরে ভস্মিভূত হয়ে যায়। এছাড়া বাড়িতে থাকা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার এখনো খুঁজে পাওয়া যায়নি। এতে সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার আরএ শামীম বলেন, খবর পেয়ে ছুটে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। বিদ্যুৎ লাইনে গোলযোগের কারনে ফ্রিজে আগুন ধরে। সেখান থেকেই পুরো বাড়ি আগুন ছড়িয়ে পড়ে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে স্থানীয় চেয়ারম্যানকে পাঠিয়েছিলাম। ক্ষতিগ্রস্থ্য পরিবারকে সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে।