রাণীনগরে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ’র) গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার শলিয়া গ্রামের দক্ষিণ মাঠে এ চুরির ঘটনা ঘটে।

গভীর নলকূপের অপারেটর জনাব আলী মন্ডল জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ১১ টার দিকে গভীর নলকূপের ট্রান্সফরমারগুলো দেখে বাড়িতে চলে আসি। শনিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে ধান কাটতে গিয়ে তিনটি ট্রান্সফরমারের শুধু খোল জমিতে পড়ে থাকতে দেখতে পায়। রাতের অন্ধকারে চোরেরা ট্রান্সফরমার তিনটি নামিয়ে ট্রান্সফরমার গুলোর ভিতরে থাকা তামার কয়েলসহ সবকিছু বের করে নিয়ে খোল ফেলে রেখে চলে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, একটি গভীর নলকূপের ট্রান্সফরমার চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। ট্রান্সফরমারের চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ চোরদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এস/আই