রাণীনগরে কালী প্রতিমার একটি চামুন্ড ভাঙচুর করলো দুর্বৃত্তরা

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রায় দুই হাজার বছরের পুরাতন মঠের কালী প্রতিমার একটি চামুন্ড ভাংচুর করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার বড়গাছা ইউনিয়নের দেউলা গ্রামের পুরাতন কালী মঠে কোন এক সময় এ ভাংচুরের ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দেউলা গ্রামের মাঝ খানে প্রায় দুই হাজার বছরের পুরাতন ওই মঠটি অবস্থিত। হিন্দু সম্প্রদায়ের লোকজন বছরে একদিন কালী প্রতীমার চামুন্ড পূজা-অর্চনা করে চামুন্ড রেখে দেন ওই মঠে।

দেউলা গ্রামের পুরাতন কালী মঠের সাধারণ সম্পাদক কালীপদ পাল জানান, শতশত বছর থেকে একইভাবে পূজা-অর্চনা করে মঠেই কালী প্রতিমার চামুন্ড রেখে দেওয়া হয়। ওই মঠে বড় একটি ও ছোট দুইটি চামুন্ডা ছিল। এ মতাবস্থায় রবিবার রাতের কোন এক সময় বড় চামুন্ডাটি ভেঙ্গে ফেলে গেছে দুর্বৃত্তরা। সকালে গ্রামবাসী দেখতে পায়। পরে থানায় সংবাদ দেওয়া হয়।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

স/শা