রাণীনগরে ইউএনও’র হস্তক্ষেপে তিনটি বাল্য বিয়ে বন্ধ

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে তিনটি বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। খবর পেয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন এসব বাল্য বিয়ে বন্ধ করেন।

জানা গেছে, উপজেলার কালিগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামের রহিমের মেয়ে জেসমিন (১৭) এর বিয়ে হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন সোমবার বেলা ১২ টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বমাম মাহমুদাকে ঘটনাস্থলে পাঠিয়ে বিয়েটি বন্ধ করেন। এর আগে কাশিমপুর ইউনিয়নের চকমুনু গ্রামের দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীর ও সাহানাপাড়া গ্রামের অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বিয়ের খবর পেয়ে ইউএনও আল মামুন ঘটনাস্থলে গিয়ে দুইটি বিয়ে বন্ধ করেন। এতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো তিনজন।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন জানান, এই কার্যক্রম রাণীনগর উপজেলায় অব্যাহত থাকবে। এতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

স/শা