রাজশাহী-৬ আসনে ৩ প্রার্থীর ভোট প্রদান

বাঘা প্রতিনিধি:
রাজশাহী-৬ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৩ জন প্রার্থী ভোটাধিকার প্রয়োগ করেন। রোববার প্রার্থীরা নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন।

জানা যায়, আ.লীগের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি (নৌকা) আড়ানী পৌরসভার রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় ভোটাধিকার প্রয়োগ করেন। এ ভোট কেন্দ্রে মোট ভোটর সংখ্যা ৩ হাজার ৪০৯। এরমধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৬৭৯, নারী ভোটার ১ হাজার ৭৩০।

এছাড়া ইসলামী আন্দলোন বাংলাদেশ এর প্রার্থী আসদুস সালাম সুরুজ (হাতপাখা) বাজুবাঘা ইউনিয়নের নওটিকা আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় ভোট প্রদান করেন। এ ভোট কেন্দ্রে মোট ভোটর সংখ্যা ২ হাজার ৫১৭। এরমধ্যে পুরুষ ভোটার ১ হাজার ২৪৪, নারী ভোটার ১ হাজার ২৭৪।

অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন চারঘাট পৌরসভার চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল পোনে ১১টায় ভোট প্রদান করেন। এ ভোট কেন্দ্রে মোট ভোটর সংখ্যা ২ হাজার ৫২৫। এরমধ্যে পুরুষ ভোটার ১ হাজার ২২৩, নারী ভোটার ১ হাজার ৩০৩।

ভোট দেয়ার বিষয়ে প্রার্থীরা মুঠোফনে এ প্রতিবেদককে নিশ্চিত করেন।

স/অ