রাজশাহী-৪ আসনে বিএনপির ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী-৪ (বাগমারা) আসনে ভোট কারচুপি, কেন্দ্র দখলসহ নানা অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপির প্রার্থী আবু হেনা। রোববার ভোটগ্রহণ চলাকালে একপর্যায়ে সাংবাদিকদের সামনে তিনি এ ঘোষণা দেন।

এ আসনে তফসিল ঘোষণা ও প্রচারণা শুরুর পর থেকেই বিএনপির পক্ষ থেকে মিথ্যা মামলা, গ্রেফতার হয়রানি, বিএনপির প্রচারে আ.লীগ কর্মীদের বাধা দেয়াসহ নানা অভিযোগ করা হয়। এছাড়া গণগ্রেফতারের অভিযোগও শোনা যায়।

এর আগে আবু হেনার নির্বাচনী সভায় হামলার কারণে ভোটের কয়েকদিন আগে থেকেই তিনি প্রচারণা বন্ধ করে দেন।

এবার রাজশাহী জেলার ৬টি আসনে ভোটারসংখ্যা ১৯ লাখ ৪২ হাজার ৫৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯ লাখ ৬৭ হাজার ৭১০ জন এবং নারী ৯ লাখ ৭৪ হাজার ৮৫২ জন। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীতে মোট ভোটার সংখ্যা ছিল ১৭ লাখ ৪২ হাজার ৬৫৭ জন। হালনাগাদ তালিকায় এবার নতুন ভোটার যুক্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ৯০৫ জন। যার অর্ধেকেরও বেশি নারী ভোটার।

স/শা