রাজশাহী স্টেশনে ২৫ লাখ টাকার ফুলবাগানের বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী রেলওয়ে স্টেশনের ২৫ লাখ টাকার ফুলবাগানের বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে যাত্রীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

২০১৬ সালের মে মাসে রেলওয়ের তৎকালীন মহাপরিচালক  (ডিজি) আমজাদ হোসেনের রাজশাহী আগমন উপলক্ষে রাজশাহী রেল স্টেশনের সামনে ফুলবাগান সুসজ্জিত করা হয়। এ জন্য ব্যয় করা হয় ২০ লক্ষ টাকা। এরপর তখনকার রেলমন্ত্রী আগমন উপলক্ষে আবারো কয়েক লাখ টাকা ব্যয়ে ফুল গাছ লাগানো হয়। কিন্তু এখন একটি ফুল গাছও আর শোভাবর্ধন করছে না।

ফুল বাগানটি এখন অবহেলিত। বিপুল অর্থ ব্যয় করে ফুলবাগান করার উদ্দেশ্য কি ছিল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

রেলযাত্রী আকবর হোসেন বলেন, শুধু ঠিকাদার এবং ডিজি-মন্ত্রীদের খুশি করার জন্য এ কাজ করা হয়েছে। তা না হলে এত টাকা খরচের পর এখন কেনো যত্ন নেয়া হয় না। যার কারণে সোভাবর্ধনও হচ্ছে না।’

স/আর