রাজশাহী স্টেশনে এসির টিকিট হাওয়া ১৫ মিনিটে, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী রেলওয়ে স্টেশনের কাউন্টারের সামনে টিকিট প্রত্যাশীরা বিক্ষোভ করছেন। শনিবার সকালে ১৮ জুনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হলে ১৬টি এসি টিকিট ছাড়ার পর কাউন্টার থেকে বলা হয় টিকিট নাই। এর প্রতিবাদে যাত্রী ও তাদের স্বজনরা বিক্ষোভ শুরু করেন।

টিকিটপ্রত্যাশীরা জানান, ঈদের পরে ১৮ জুন থেকে কর্মস্থলে ফিরতে অগ্রিম ট্রেনের টিকিট দেওয়া শুরু হয় সকাল সাড়ে ৮টায়।

রাজশাহী স্টেশনে টিকিট দেয়া শুরু ১৫ মিনিটের মধ্যেই জানানো হয় এসির টিকিট শেষ। তখন পর্যন্ত মাত্র ১৬ টি টিকিট ছাড়া হয়। এতে করে টিকিটপ্রত্যাশীরা বিক্ষোভ শুরু করেন। পরে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

টিকিটপ্রত্যাশী আকবর আলী বলেন, ১২ জনকে এসির টিকিট দিয়ে বন্ধ করে দিয়েছে। এরপর বিক্ষোভ শুরু হয়।

স/আর