রাজশাহী স্টেশনের প্লাটফর্ম ভেড়া-ছাগলের দখলে !

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী রেলওয়ে স্টেশন পরিণত হয়েছে গৃহপালিত পশুর সববাসের স্থান। সকাল থেকে শুরু করে দিনের বেশির ভাগ সময় দেখা মিলবে ভেড়া বা ছাগলের। এর প্লাটফর্মের একটু অদূরে গেলে দেখ মিলবে গরু ছাগলের পাল। সেখানে সারা দিন চলে তাদের বিচরণ। ছাগল-ভোড়াগুলো স্টেশনে আসা যাত্রীদের বসার স্থানে বা আশে-পাশে জায়গা করে নিয়েছে। সেখানেই তাদের খাওয়া দাওয়া। আর সেখানে দিন পার করছে তারা।
স্থানীয়রা বলছে, এখানে সারা দিন থাকে ছাগল-ভেড়ার অবাধ বিচারণ। আবার কোনো কোনো সময় রাতেও থেকে যায় তারা। অনেক সময় ছাগল-ভেড়ার মালিরা এসে নিয়ে যায়। আর নিয়ে না গেলে এখানেই থেকে যায়।
14068106_1009479545839470_5494292842119468064_n copy
নাটোর থেকে আসা নজরুল ইসলাম নামের এক যাত্রী সিল্কসিটি নিউজকে বলেন, আমি রাজশাহী কলেজে পড়ি। সেই সুবাদে আমার রাজশাহীতে থাকা। প্রায় সময় আমি ট্রেনে যাওয়া আশা করি। ট্রেনের জন্য আগে এসে বসে থাকতে হয়। তখন দেখি ছাগল আর ভেড়ার উৎপাত। এখানকার ভেড়াগুলো সেন্ডেল জুতাও খাই। অনেক সময় তারা জামা টানা-টানি করে।
তিনি আরো বলেন, ‘ছাগলগুলো এখানে পড়ে থাকা বাদামের খোঁসা খাই। কিছু রেখে উঠলে তারা সেটা টানা-টানি করে। নিরিবিলী বসার কোনো ব্যবস্থা নাই। এমনিতে ট্রেন আবার সময় মতো আসে না। আবার আসলেও ছাড়ে না। নিরাপত্তাকর্মীরাও কিছু বলে না। আনসার ও পুলিশের সামনে ছাগল-ভেড়া ঘোরাঘুরি করে। তারা যেন দেখেও দেখে না। এতে করে দিন দিন এগুলোর উৎপাদ বাড়ছেই।’
14051572_1009479559172802_4718416544588121094_n copy
রাজশাহী রেল স্টেশনের সুপারিনটেডেন্ট জিয়াউর রহমান সিল্কসিটি নিউজকে জানান, স্টেশনের পরিবেশ ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। যদি এধরনের ঘটনা ঘটে থাকে তাহলে পদক্ষেপ নেওয়া হবে।
স/আর