রাজশাহী সীমান্তে ভারতীয় মদ আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে চরমাজারদিয়া হাজীর বাতান নামক এলাকায় টহল চালিয়ে এসব আটক করা হয়।

তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক/সনাক্ত করতে পারেনি বিজিবি।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), রাজশাহী’র অধীনস্থ মাজারদিয়া বিওপি’র সুবেদার রফিকুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে  জেলার কাশিয়াডাংগা থানার চরমাজারদিয়া হাজীর বাতান নামক এলাকায় টহল পরিচালনা করে। এ সময় ১৯ বোতল ভারতীয় মদ আটক করে যার আনুমানিক সিজার মূল্য ২৮ হাজার ৫৩০ টাকা।

আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়।