রাজশাহী সীমান্তে ফেনসিডিল জব্দ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) তালাইমারী চর থেকে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিজিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, বিওপি’র নায়েক মোঃ মহব্বত আলীর নেতৃত্বে তালাইমারী মধ্যের চর এলাকায় টহল পরিচালনা করা হয়। এসময় ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করে বিজিবি। ফেনসিডিলের আনুমানিক সিজার মূল্য ৬০ হাজার ২০ টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে পালিয়ে যাওয়ায় জড়িতরা।

মাদকদ্রব্যগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

 

স/আ