রাজশাহী সীমান্তে অস্ত্র পাচারকারীদের সাথে বিজিবি’র গুলি বিনিময়: অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সীমান্তে অস্ত্র পাচারকারীদের সাথে বিজিবি’র গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত আনুমানিক ২ টার দিকে চর খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, বুধবার রাত ২ টার দিকে চর খিদিরপুর এলাকার অস্ত্র পাচারকারীদের একটি সংঘবদ্ধ দল ভারতীয় সীমান্ত হতে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় বিজিবি’র পক্ষ থেকে অস্ত্র পাচারকারীদের মৌখিক বাধা প্রদান করলে তারা দৌড় দিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় পাচারকারী দল কয়েক রাউন্ড গুলি টহল সদস্যদের দিকে বর্ষণ করে। পরে পাল্টা গুলি বর্ষণ করলে পাচারকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।বিজিবি’র টহল দল তাদেরকে ধাওয়া করলে অস্ত্র পাচারকারীরা ভারতের অভ্যন্তরে প্রবেশের ফলে কাউকে আটক করতে পারেনি।

ঘটনাস্থল থেকে ১ টি বিদেশী পিস্তুল, ২টি ম্যাগাজিন ২ টি এবং ৪ রাউন্ড পিস্তলের এ্যামোনেশন উদ্ধার করা হয় যার আনুমানিক সিজার মূল্য১ লাখ লক্ষ আটশত টাকা।