বৃহস্পতিবার , ১৪ জুন ২০১৮ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী শিক্ষা প্রকৌশল দপ্তরে ঢুকে প্রকৌশলীকে পেটালেন ঠিকাদারের লোকজন

Paris
জুন ১৪, ২০১৮ ৬:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী শিক্ষা প্রকৌশল দপ্তরে ঢুকে সহকারী এক প্রকৌশলীকে পেটালেন ঠিকাদারের লোকজন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে। এ ঘটনায় আহত সহকারী প্রকৌশলী নেওয়াজ আহমেদ সিদ্দিকীকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহী ঠিকাদার হাসানের লোকজন এ ঘটনা ঘটায় বলে আহত প্রকৌশলী নিশ্চিত করেছেন। হাসান এর আগে বিএনপি করতেন। তবে সম্প্রতি দিনি আওয়ামী লীগে যোগদান করেন।

হাসানের বিল দিতে দেরি হওয়ায় ওই প্রকৌশলীকে পেটানো হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। প্রকৌশলী নেওয়াজের বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি অর্থ ছাড়া বিল পাশ করান না বলেও অভিযোগ রয়েছে। এ নিয়ে ঠিকাদারদের মধ্যে ক্ষোভও আছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ১৫-২০ জনের একটি দল শিক্ষা প্রকৌশল দপ্তরে ঢুকে সহকারী প্রকৌশলী নেওয়াজ আহমেদ সিদ্দিকীকে কেন বিল ছাড়তে দেরি হলো বলে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা ওই প্রকৌশলীকে দরে পেটাতে থাকেন। এতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর