রাজশাহী রেলস্টেশনে চালু হলো ভ্যাকিউম ক্লিনার মেশিনে পরিস্কার কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে স্টেশনে ভ্যাকিউম ক্লিনার মেশিনের মাধ্যমে পরিস্কার কার্যক্রমের অনুষ্ঠিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রেলওয়ে স্টেশনে এর উদ্বোধন করা হয়। এসময় ভ্যাকিউম ক্লিনার দিয়ে স্টেশন পরিস্কার কার্যক্রম চালু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার হারুন-অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিওপিএস পশ্চিম শাহিদুল ইসলাম, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শাহনেওয়াজ, সিএমও ডা. মো. ইমতিয়াজ, অতিরিক্ত সিএমই সাদেকুর ‍রহমান, প্রধান সিগন্যাল কর্মকর্তা শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, স্টেশন ম্যারেজার আবদুল করিম, অসিস্টেন্ড কমান্ডার মোরশেদসহ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় জানানো হয়, রাজশাহী স্টেশনটি পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে এখন থেকে মেশিনটি ব্যবহার করা হবে। এতে করে স্টেশন পরিস্কারে যেমন ব্যয় কমবে, তেমনি স্টেশেনের সৌন্দর্যও সবসময় চাকচিক্য থাকবে।

স/আর