রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সভা

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে  আজ শনিবার সকাল ১০টায় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রের শিক্ষক, প্রশিক্ষক, শির্ক্ষাথী ও ছাত্রী অভিভাবকরা অংশগ্রহণ করেন।

 
রাজশাহী মহিলা টিটিসি কর্তৃক আয়োজিত সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এই সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাজমুল হক। সভায় সাম্প্রতিক জঙ্গী ও সন্ত্রাস বিরোধী  বক্তব্য রাখেন কেন্দ্রের চীফ ইন্সট্রাক্টর জনাব শামীমা আক্তার, জেনারেল শিক্ষক সাবিহা সুলতানা, হামিদুর রহমান, শাহ্ মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রের জেনারেল শিক্ষক শামীমা ডেইজী।
সভায় অধ্যক্ষ নাজমুল হক বলেন, দেশের সাম্প্রতিক সময়ে সন্ত্রাস ও জঙ্গীবাদের ছোবল থেকে কোমলমতি ছেলে মেয়ে সহ দেশকে রক্ষা করার জন্য ছাত্রী অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান।

স/মি