রাজশাহী মহানগর যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরী যুবদলের তিন সদস্য বিশিষ্ট গঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছে নগরীর বোয়ালিয়া (পূর্ব) থানা  এবং বোয়ালিয়া (পশ্চিম) থানা যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (০২ নভেম্বর) বিকেলে নগর বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা থেকে তারা এই দাবি জানায়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রাজশাহী বিভাগীয় শহরে বিএনপির অঙ্গ সংগঠনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও প্রভাশালী সংগঠন হিসেবে যুবদল ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। দল ও দেশের এই দুঃসময়ে বিগত দুই বছরে করোনাকালে অসহায় ও মামলা-হামলার শিকার দলীয় কর্মীদের মাঝে দিনের পর দিন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে মহানগর যুবদল ব্যাপক আলোড়ণ সৃষ্টি করেছে। এমন সময়ে একটি পক্ষ গোছালো সংগঠনকে একপেশী ও আজ্ঞাবহ করার জন্য উঠেপড়ে লেগে যায়। তারই ধারাবাহিকতায় ভুলতথ্য বিভিন্ন জায়গায় দিয়ে রাজশাহী মহানগর যুবদলের কমিটি গঠন করা হয়েছে। একটি জীবন্ত ও ব্যাপক কর্মীবান্ধব সংগঠনকে একেবারেই অযোগ্য ও অন্ধলোকদের দিয়ে গঠন করায় আমরা ভীষণ হতাশ।

তারা আরও বলেন, ত্যগী নেতাদের বাদ দিয়ে মহানগর যুবদলের নব গঠিত কমিটি গঠনের বিষয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাই। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব এবং সুলতান সালাউদ্দিন টুকুকে হস্তক্ষেপ কামনা করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন বাবলু, বোয়ালিয়া থানা পশ্চিম যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন বিপ্লব, যুগ্ম আহবায়ক মির্জা ইমরুল মুন্না, আশরাফুজ্জামান সজীব, রাকিব হোসেন, শফিক মাহমুদ তন্ময়, আবু ওয়াহিদ অমি, বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের যুগ্ম আহ্বায়ক আলিফ আল মাহমুদ লুকেন, এস এম তৌহিদ দুর্লভ, জুয়েল ইসলাম, শামীম প্রমুখ।

উল্লেখ্য, যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গত শুক্রবার (২৯ অক্টোবর) আবদুল কাদের বকুলকে আহ্বায়ক করে রাজশাহী মহানগর যুবদলের তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। কমিটির অন্য দুইজন হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম জনি এবং সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি।

এএইচ/এস