বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০১৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার : বেড়েছে জিপিএ-৫

Paris
আগস্ট ১৮, ২০১৬ ১:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এ বছর বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৪০ শতাংশ। যা গতবার ছিল ৭৭ দশমিক ৫৪ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৩জন। যা গতবার ছিল ৫ হাজার ২৫০জন। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করে এ ফলাফল ঘোষণা করা হয়। এ সময় বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কালাম আজাদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, এবার রাজশাহী শিক্ষা বোর্ডের ১৮৬টি কেন্দ্রে ৭১৫টি কলেজের এক লাখ ১৫ হাজার ৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৮৭ হাজার ৩০১ জন। পাসের হার ৭৫ দশমিক ৪০ ভাগ। এর মধ্যে ছাত্র পাসের হার ৭২ দশমিক ৭১ এবং ছাত্রী পাসের হার ৭৮ দশমিক ৭০ শতাংশ। জিপিএ ৫ পাওয়া ছাত্র ৩ হাজার ৫৮০ জন। আর ছাত্রী দুই হাজার ৪৯৩ জন।

 

ফলাফলে আরও জানানো হয়, এবার ৭১৫টি কলেজের মধ্যে ১৮টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছেন। আর আটটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে একজনও পাস করতে পারেনি।

স/মি

 

সর্বশেষ - রাজশাহীর খবর