রাজশাহী বিভাগে হুহু করে বাড়ছে করোনা রোগী, ছুঁলো পৌনে দুই’শ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিভাগে যেন করে হুহু করে বাড়ছে করোনা রোগী। গতকাল বুধবার করোনা আক্রান্তের সংখ্যা পৌনে দুই’শ ছুঁয়েছে। আজ বৃহস্পতিবার সেটি দুই’শর কাছাকাছি চলে যেতে পারে বা দুই’শ পার হয়ে যেতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। কারণ ঢাকায় পাঠানো একসঙ্গে ৭০০ নমুনার মধ্যে এখনো অধিকাংশ নমুনার প্রতিবেদন হাতে আসেনি। এর বাইরে রাজশাহী ও বগুড়ার ল্যাবে আজ আরও প্রায় ৩০০ নমুনা পরীক্ষা হবে। এসব প্রতিবেদন আজ হাতে পাওয়া গেলে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে যাবে অনেক-এমনটিও মনে করছেন বিশেষজ্ঞরা।

রাজশাহী বিভাগের দুটি করোনা ল্যাবে এবং ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষা শেষে গতকাল বুধবার  করোনা সংহক্রমণের সংখ্যা দাঁড়ালো ১৭৫ জনে। এর মধ্যে কোন জেলা কতজন তা নিচের চিত্রে তুলে ধরা হলো-বিভাগের সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা এখন নওগাঁয় ৫৩ জন। এছাড়াও জয়পুরহাটে আক্রান্তের সংখ্যা ৩৮, বগুড়ায় আক্রান্তের সংখ্যা ৩০, রাজশাহীতে ১৭, পাবনায় ১৩, নাটোরে ১০, সিরাজগঞ্জে ৩ ও চাঁপাইনবাবগঞ্জ ১১ জন।

আরও পড়ুন:

রাজশাহী বিভাগে একদিনে করোনা পজেটিভ আরও ১৬ জন