রাজশাহী বিভাগের তিন জেলায় আরো ২২১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: 

রাজশাহীতে গত ২৪ ঘন্টায় ২২১  জনের করোনা শনাক্ত হয়েছে।মঙ্গলবার (০৮ জুন) রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৫৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি বলেন, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে রাজশাহী,নওগাাঁ ও চাঁপাইনবাবগঞ্জের মোট ৫৬৯ জন রোগীর করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ০২ জনের নমুনা পরীক্ষা করে ০১ জনের করোনা পজিটিভ এসেছে। রাজশাহীতে ৩০২ জনের করোনার নমুনা পরীক্ষা করে ১২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নওগাঁর ৭১ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া ল্যাবটিতে ৩৪৩ জনের করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে।

এদিন ০৬জন বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীর করোনার নমুনা পরীক্ষা হয়। তাদের সকলেরই করোনা নেগেটিভ আসে।

স/রি