রাজশাহী প্রেসক্লাব চত্বরে অমর একুশে সমাবেশ আগামিকাল

নিজস্ব প্রতিবেদক:
আগামিকাল বুধবার রাজশাহীতে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাবের যৌথ উদ্যোগে অমর একুশে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় রাজশাহী প্রেসক্লাব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে সমাবেশ সফল করতে আজ মঙ্গলবার দুপুর থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লিফলেট বিতরণ এবং প্রচারাভিযান চালানো হয়।

এ সময় জননেতা এম. আতাউর রহমানের সন্তান রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সাম্যবাদী দল মহানগর শাখার সাবেক সম্পাদক কমরেড মাসুদ রানা, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসলাম-উদ-দৌলা, স্মৃতি পরিষদের সদস্য কাজী তিংকু প্রমুখ উপস্থিত ছিলেন।

বুধবার বিকেল ৩টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিতব্য অমর একুশে সমাবেশে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী। প্রধান আলোচক হিসেবে বিশিষ্ট কথাসাহিত্যিক মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক এবং বিশেষ অতিথি হিসেবে রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট কলামিস্ট প্রশান্ত কুমার সাহা উপস্থিত থাকবেন।

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান পরিবারের সদস্য জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ উপদেষ্টা সমাজসেবী শাহীন আকতার রেনীর সভাপতিত্বে আলোচনা রাখবেন- রাজশাহী মহানগর সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জননেতা এম. আতাউর রহমানের সন্তান সাংবাদিক সাইদুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মর্জিনা পারভিন, মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক রাশেদ রিপন, জয় বাংলা পরিষদ আহ্বায়ক শফিকুজ্জামান শফিক এবং রাজশাহী আকুপ্রেসার সোসাইটির পরিচালক ডা. রওশন আলী।

সমাবেশ পরিচালনা করবেন- রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যুগ্ম-সম্পাদক আসলাম-উদ-দৌলা।

স/শ