রাজশাহী নগর পরিদর্শন করলেন চাইনিজ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগর পরিদর্শন করলেন চাইনিজ রাষ্ট্রদূত এইচ.ই ঝং জু| আজ বুধবার সকালে তিনি নগরীর বিভিন্ন স্থাপনা পরিদশন করেন।

পরে বেলা ১২টার দিকে তিনি রাজশাহী সিটি করপোরশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাত করেন।

এসময় চাইনিজ রাষ্ট্রদূত এইচ.ই ঝং জু রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ভিডিও এর মাধ্যমে দেখানো হয়। রাসিকের পক্ষ থেকে ভিডিও ও ছবিতে দেখানো হয়, রাজশাহী শাহিদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়া খানা, ভন্দ্রা চত্বর, কামারুজ্জামান চত্বর, পদ্মা পাড়, লালন শাহ পার্ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নগরীর বুধপাড়া এলাকায় ফ্লাইওভার, মেহেরচন্ডি এলাকার ফ্লাইওভার, জাফর ইমাম টেনিস কমপ্লেক্স।

এর আগে সকালে রাজশাহী বরেন্দ্র জাদুঘর, পরে রাজশাহী চারঘাটের শারদা ক্যাডেট কলেজ পরিদর্শন করেন।

 

স/আ