বৃহস্পতিবার , ১৭ জানুয়ারি ২০১৯ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী নগরীর সিলিন্দা-বাইপাস সংযোগ সড়কের নির্মাণকাজের উদ্বোধন

Paris
জানুয়ারি ১৭, ২০১৯ ৭:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

পরিকল্পিত মহানগরী গড়ে তোলার লক্ষ্যে নগরীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে নগরীর জলাবদ্ধতা দুরীকরণার্থে নর্দমা নির্মাণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় তেরখাদিয়া সিলিন্দা কালভার্ট হতে রাজশাহী বাইপাস পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।

জানা গেছে, ১৮ ফিট প্রশস্ত প্রায় ১ কিলোমিটার এ সড়ক নির্মাণে ব্যয় হবে ৩ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার টাকা। আগামী দুই মাসের মধ্যে এ রাস্তা নির্মাণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ড্রেনের পাশে রাস্তা নির্মাণের ফলে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সহজ হবে। এছাড়া নির্মাণাধীন রাস্তার কাজ সম্পন্ন হলে এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। যার সুফল ভোগ করবে সংশ্লিষ্ট এলাকাবাসী।

রাস্তা নির্মাণকাজ উদ্বোধনকালে রাসিকের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মাজেদা বেগম, ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফিরোজ কবীর সেন্টু, রাসিকের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, প্রকল্প পরিচালক ও রাসিকের নির্বাহী প্রকৌশলী মো. নুর ইসলাম, নির্মাণকারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী তৌরিদ আল মাসুদ, শামসুজ্জামান রতনসহ
এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর