রাজশাহী নগরীতে শতাধিক ছাড়ালো করোনা আক্রান্ত রোগী, জেলায় ২১২

নিজস্ব প্রতিবেদক:

ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে রাজশাহী নগরী। আজ শনিবার সকাল পর্যন্ত শুধু এ নগরীতেই শতাধিক ছাড়ালো করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আর জেলায় আক্রান্ত হয়েছে মোট ২১২ জন। এদের মধ্যে মারা গেছেন ৪ জন। নগরীতে এবং জেলায় এখন প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

এদিকে জেলা সিভিল সার্জন অফিস থেকে রাজশাহী নগরীসহ জেলার ৯টি উপজেলার করোনা আক্রান্তের যে চিত্র ফুটে উঠেছে, তা সিল্কসিটি নিউজের পাঠকেদের জন্য তুলে ধরা হলো-

রাজশাহী সিটিকর্পোরেশন এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৮৬৮ জন, হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্রের সংখ্যা ৮৫০ জন, বর্তমানে কোয়ারেন্টাইন জন, এখন পর্যন্ত করোনা পজিটিভ  ১০১জন, হোম আইসোলেশন ৯২জন (তারা সকলেই করোনা পজিটিভ)। মারা গেছেন ১ জন।  সুস্থ  ৮ জন। 

জেলার বাঘায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ২২৫ জন, হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্রের সংখ্যা ২২৫ জন, বর্তমানে কোয়ারেন্টাইন শূন্য করোনা পজিটিভ ১২ জন, হোম আইসোলেশন ৭ এবং মৃত্যুর সংখ্যা ১ জন। সুস্থ ৩জন।

আরও পড়ুন: রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারসহ আজ ৪জনের করোনা শনাক্ত

জেলার চারঘাটে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১১৮ জন, হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্রের সংখ্যা  ১১৮ জন এব বর্তমানে কোয়ারেন্টাইন শূন্য। এ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫। হোম আইসোলেশনে ১২জন। সুস্থ তিনজন।

পুঠিয়ায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১৭৯, ছাড়পত্রের সংখ্যা ১৭৯ জন, করোনা পজিটিভ ১২ জন, সুস্থ্য জন হোম আইসোলেশনে জন।

দুর্গাপুর এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৯২, ছাড়পত্রের সংখ্যা ৯২ জন, করোনা পজিটিভি ৬ জন এবং আইসোলেশনে ৩জন, সুস্থ ৩ জন।

বাগমারায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৯৬ জন, ছাড়পত্রের সংখ্যা ৯৬ জন, করোনা পজিটিভ ১২ জন, আইসোলেশনে ৭ জন এব সুস্থ্য হয়েছেন ৫ জন।

মোহনপুরে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৯৭ জন, ছাড়পত্রের সংখ্যা ৯৭ জন, করোনা আক্রান্ত ২৩ জন, হোম আইসোলেশন ১৭ জন এবং সুস্থ্য ৫ জন, মারা গেছেন একজন ।

তানোরে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১৮৮ জন, ছাড়পত্রের সংখ্যা ১৮৮ জন, করোনা আক্রান্ত ১৭ জন এবং আইসোলেশনে ৪ জন, সুস্থ ১৩ জন।

পবায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৪১ জন, ছাড়পত্রের সংখ্যা ৪১ জন, করোনা পজিটিভ জন, হোম আইসোলেশনে জন সুস্থ্য জন (ঢাকা হতে শনাক্তকৃত ১জন)

পবায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৪১ জন, ছাড়পত্রের সংখ্যা ৪১ জন, আক্রান্ত ১২ জন, আইসোলেশনে ৮ জন, সুস্থ ৪ জন। তবে এই উপজেলার আক্রান্ত অধিকাংশই নগরীর বাসিন্দা।

গোদাগাড়ীতে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৬২ জন, ছাড়পত্রের সংখ্যা ৬২ জন, আক্রান্ত ১ জন, আইসোলেশনে ১জন । এই উপজেলায় এখন পর্যন্ত সবচেয়ে কম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এদিকে আজ পর্যন্ত রাজশাহী জেলায় হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬৭ জন, ছাড়পত্রের সংখ্যা ১৯৪৯ জন, বর্তমানে আইসোলেশনে ১৫৬ জন, কোয়ারিন্টাইনে ১৮ জন, মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা  ২১২ জন,  মারা গেছেন চারজন। এবং সুস্থ্য হয়েছেন ৫৩ জন।

স/আর