রাজশাহী নগরীতে ড্রেনের পানিতে হাঁটুজল সড়কে

নিজস্ব প্রতিবেদক: 

রাজশাহী নগরীর হেতেমখাঁ থেকে লিচু বাগান এলাকায় ড্রেনের পানি জমে এভাবে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে ওই রাস্তায় চলাচল করিদের।

সড়কটিতে পানি জমে থাকতে দেখা যায়। বর্ণালী মোড় থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যাতায়াতের জন্য এই রাস্তাটি অন্যতম হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয় এ গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত এ রাস্তাটিতে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের।

ছোট ছোট যানবাহন চালকদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালক অটোরিকশা চালক ও রিকশাভ্যানচালক দিয়ে রাস্তা দিয়ে যেতে হাটুপানি পার হতে হচ্ছে অনেক কষ্ট করে।

পথচারী রুবাইয়াত হোসেন বলেন ড্রেনের পানি উঠে এভাবে হাঁটু পানি জমা হয়েছে সিটি কর্পোরেশন কোনো পদক্ষেপ না নেয়ায় পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

রাজশাহী সিটি করপোরেশর প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, ড্রেন পরিস্কারের কাজ চলছে। তাই এই সমস্যর সৃষ্টি হয়েছে।

 

স/আর