বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২০ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী নগরীতে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

Paris
আগস্ট ২৭, ২০২০ ২:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: 

রাজশাহী নগরীর বারো রাস্তার মোড়ে একটি বাস থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার  দুপুর ১টার দিকে বাসের ভেতর মরদেহ থাকার খবর পেয়ে মহাবগরের শাহ মখদুম থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

নিহত বাস হেলপার মনি মহানগরের হাজরাপুকুর ডাবতলা এলাকার দিলীপ দাসের ছেলে। মনি বাসের হেলপার ছিলেন। বাসটির নাম ‘আরপি চ্যালেঞ্জার’।

নগরীর শাহমখদুম থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, চারদিন আগে নগরীর খানকা শরীফের মোড় এলাকার বাসটি গ্যারাজে বাসটি রাখা হয়।  এরপর প্রতি রাতে হেলপার মনি বাসে এসে থাকতেন, সকালে চলে যেতেন। বুধবার দিবাগত রাতে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

দুপুরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, বাসের মালিক-চালক সবাই আছেন। তাদের সঙ্গে কথা বলে হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর