রাজশাহী জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগ মানবতার দর্পন

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে চলমান করোনা পরিস্থিতির কারণে দেশের নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন জীবিকা নির্বাহে স্থবিরতা দেখা দিয়েছে।  সামাজিক দায়বদ্ধতা থেকে বিনামূল্যে সবজি বাজার “মানবতার দর্পন”শীর্ষক কর্মসূচী শুরু করেছে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল।

আজ  শনিবার থেকে নগরীর হেতেম খাঁ ছোট মসজিদের পাশে এ  কর্মসূচী আনুষ্ঠানিক সূচনা করেন রাজশাহী জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কৃষিবিদ ওয়ালিউজ্জামান পরাগ।

“মানবতার দর্পন” নামক এই কর্মসূচিতে আজ সবজী হিসেবে ২০০ লাউ রাখা হয়। প্রতিদিন ভিন্ন ভিন্ন সবজি দিয়ে পরিচালিত হবে। নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত পরিবারের সদস্যরা নিজেদের প্রয়োজনে এখান থেকে নির্দিষ্ট পরিমাণের সবজী গ্রহন করতে পারবে। শুধু তাই-ই না এখানে যারা সেচ্ছায় দান করতে চান তারা সবজী রেখে যেতে পারবেন।

এ কর্মসূচির উদ্বোধনে  উপস্থিত ছিলেন, রাজশাহী সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবুল বাশার,যুগ্ম সম্পাদক রাইসুল ইসলাম রাসেল,রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন,যুবনেতা কৃষাণ সরকার,ছাত্রনেতা আফিয়াত আলী অর্নব প্রমুখ।