রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ৩৮

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৩৮ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোদাগাড়ী মডেল থানা ৮ জন, তানোর থানা ৯ জন, মোহনপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ৪ জন, দূর্গাপুর থানা ৪ জন, চারঘাট মডেল থানা ৫ জন, বাঘা থানা ৫ জনকে আটক করে। যার মধ্যে ২৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ৮ জনকে মাদকদ্রব্যসহ ৬ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়।

আরও জানানো হয়, গোদাগাড়ী মডেল থানা পুলিশ ইসরাইল হোসেন ওরফে শুভ (২৩) এবং মহেমেনুল ইসলাম (১৯) কে ৪৫০গ্রাম গাঁজাসহ আটক করে। তানোর থানা পুলিশ নমিতা হেমরন (৩০) কে ৮ লিটার চোলাইমদ, জাহাঙ্গীর আলম (২৮) কে ২৫পিচ ইয়াবা, শাফিউল (২৭) এবং মমিন (১৯) কে ১১ গ্রাম ইয়াবাসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ ফয়সাল সরকার (২৮) কে ১১পিচ ইয়াবা এবং মোজাফফর কসাই (৪১) কে ২ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়।

স/স