রাজশাহী জেলা পরিষদ নির্বাচন : প্রার্থিতা ফিরে পেলেন মুক্তিযোদ্ধা বাদল

বীর ‍মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইকবাল বাদল। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইকবাল বাদল। আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুনানি শেষে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা বহাল রাখা হয়। এর ফলে এখন চারজন প্রার্থীর প্রার্থিতা টিকে থাকলো।

এই বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল জলিল বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইকবাল বাদল তার প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছিলেন। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে তিনি তাঁর প্রার্থিতা ফিরে পেয়েছেন।’

এদিকে আজ রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে আওয়ামী লীগের একজন, বিদ্রোহী একজন এবং স্বতন্ত্র দুইজন প্রার্থী থাকলেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বিদ্রোহী মো. আখতারুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল ও আফজাল হোসেন।

এএইচ/এস