রাজশাহী জেলা পরিষদে বায়ান্নোর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অমর একুশে ফেব্রুয়ারি পালন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা পরিষদে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে রাজশাহীর কোর্ট শহীদ মিনারে জেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে বায়ান্নোর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিবসহ পরিষদের সদস্য, সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর রাতেই নগরীর লক্ষ্মীপুর মোড়ে জেলা পরিষদ নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জাতির পিতাকে স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটি পালনে শুক্রবার বেলা ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর শহীদদের আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

 

স/স্ব