রাজশাহী কলেজে ১০ তলা বঙ্গবন্ধু ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ১০তলা বিশিষ্ট বহুতল ভবনের উদ্বোধন করা হয়েছে। উত্তরবঙ্গে কোন শিক্ষা প্রতিষ্ঠানে এটিই বৃহত্তম ভবন হবে বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে ভবনটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

জানা গেছে, রাজশাহী কলেজে উদ্বোধন করা বঙ্গবন্ধুর এই নামে এইভবনটি নিমিত করা হবে। অনুষ্ঠানে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, আজ রাজশাহী কলেজে উত্তর বঙ্গের প্রথম বৃহত্তম ভবন উদ্বোধন করা হয়েছে। কিন্তু সেদিন আর বেশি দূরে নেই, যেদিন রাজশাহীতেই বঙ্গবন্ধুর নামে সর্বোচ্চ ভবন হবে। ভবনটি দুই বছরের মধ্যে সম্পন্ন করা হবে। ভবনটি তৈরিতে ১২ কোটি টাকা খরচ হবে।

বঙ্গবন্ধুর ভবনটির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহা. হবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আব্দুল খালেক, রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলামসহ আরও অনেকে।