রাজশাহী কলেজে রেড ক্রিসেন্টের মৌালক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী কলেজে রেড ক্রিসেন্ট সোসাইটির মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ অডিটেরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

 

সংগঠনটির প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। সমাপনী অনুষ্ঠানে রাজশাহী কলেজে ২৪তম সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে রেড ক্রিসেন্ট।

 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান, রেজাউল করিম।

 

আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের যুবপ্রধান রাকিব রানা, সদস্য হোসনেআরা জুঁইসি, শিমুল হোসেন, নাহিদ আক্তার নিউটন, পুজন শাহা প্রমুখ।
গত মঙ্গলবার এ প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়ে আজ বৃহস্পতিবার শেষ হয়।

স/অ