রাজশাহী কলেজে ভূমিকম্পে উদ্ধার ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী কলেজে ভূমিকম্পে উদ্ধার ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০.৩০ টায় রাজশাহী কলেজ মিলনায়তনে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ৩ দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ রহমত উল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান।

 

এ সময় বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক নূরুল ইসলাম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী’র সহকারী পরিচালক আহসানুল কবির।

 

আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল ফারুক চৌধুরী, স্টাফ কাউন্সিল এর সেক্রেটারি ড. জোবাইদা আয়েশা সিদ্দিকাসহ রিপোর্টার্স ইউনিটির সদস্য এবং প্রশিক্ষণপ্রার্থী শিক্ষার্থীরা।

 

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ কমিটির আহবায়ক ফারিহা রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থাপনা করেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্য শামসুন্নাহার সুইটি।

স/শ